উইম্বলডনে গুপ্তচরবৃত্তি!

কোয়ার্টার ফাইনাল শেষে সেমিফাইনালের লড়াই মঞ্চস্থের অপেক্ষায় উইম্বলডন। বছরের তৃতীয় গ্রান্ড স্লামের শেষ চারের লড়াই দেখতে মুখিয়ে আছেন টেনিস প্রেমীরা। তবে সেই লড়াইয়ের আগে গুপ্তচরবৃত্তি অভিযোগে সরগরম উইম্বলডন। সেটাও আবার টেনিসের শীর্ষ বাছাই কার্লোস আলকারাজের বাবার বিরুদ্ধে।

মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে সার্বিয়ার তারকা নোভাক জকোভিচ আলকারাজের বাবার বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। তিনি বলেন, আরোঙ্গি পার্কে তাঁর অনুশীলনের ভিডিও করেন আলকারাজ সিনিয়র। ফলে অনুশীলনে প্রত্যাশিত ব্যক্তিগত গোপনীয়তা পাননি তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ এই ঘটনার নাম দিয়েছে ‘স্পাইগেট’। গতকাল হোলগার রুনেকে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে ওঠেছেন আলকারেজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে। গুপ্তচরবৃত্তির প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাবার পক্ষেই র্যাকেট ধরছেন এই স্প্যানিশ তারকা।

২০ বছর বয়সী তারকা বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘আমার বাবা টেনিসের খুব বড় ভক্ত। তিনি শুধু ম্যাচই দেখেন না। আমার ধারণা, তিনি বেলা ১১টায় ক্লাবে ঢুকে রাত ১০টায় বের হন। সবার ম্যাচ দেখেন, অনুশীলনও দেখেন। আর জোকোভিচকে চোখের সামনে দেখা…হ্যাঁ, এটা সম্ভবত সত্য যে তিনি ভিডিও করেছেন। খেলার প্রতি প্রচণ্ড টান থেকেই কাজটি করেছেন তিনি।’

সেমিফাইনালে নোভাক জোকোভিচের প্রতিপক্ষ ইয়ানিক সিনার। অন্য সেমিফাইনালে দানিল মেদভেদেভের মুখোমুখি হবেন আলকারাজ। সেমিফাইনালের বাধা টপকাতে পারলে ফাইনালে মুখোমুখি হবেন জোকোভিচ ও আলকারাজ। ফলে বাবার এই ভিডিও তার কাজে আসবে কি না এমন প্রশ্নও ছুটে আসে আলকারেজের দিকে। তার জবাবে টেনিসের শীর্ষ বাছাই বলেন, ‘জোকোভিচের খেলার বিভিন্ন ভিডিও আমার কাছে আছে। এটি থেকে আমার লাভবান হওয়ার কিছু নেই।’