ঈশ্বরদীতে অটোরিক্সা চলাচল নিয়ন্ত্রণ করায় চালকদের পৌরসভা ঘেরাও

ঈশ্বরদী শহরজুরে অটোরিক্সার বিশৃঙ্খল চলাফেরায় অতিষ্ঠ নাগরিকরা। বিশৃঙ্খলার মাত্রা সবচেয়ে বেশি বাজার এলাকায়। বাজারের শতভাগ রাস্তায় যেন অটোরিক্সার দখলে। ফলে বাজার এলাকায় যানজট এখন নিত্যদিনের সঙ্গী।

এই অবস্থা থেকে বাজার এলাকা মুক্ত রাখতে ঈশ্বরদী ট্রাফিক পুলিশ বুধবার সকাল থেকে বাজার এলাকায় অটোরিক্সা বন্ধ ঘোষণা করলে তাতে বাঁধে বিপত্তি। উপজেলার প্রায় সকল অটোরিক্সা চালকরা প্রতিবাদস্বরূপ ঈশ্বরদী পৌরসভা গাড়ি দিয়ে অবরুদ্ধ করেন। এসময় তারা বাজার এলাকায় গাড়ি চলাচলের সুযোগ দিতে মেয়রের প্রতি আহ্বান জানান।

এদিকে, ঈশ্বরদী পৌরসভা মেয়র ইসহাক আলী মাথিলা পবিত্র ওমরা হজ্ব পালন করতে সৌদিতে অবস্থান করায় ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র আবুল হাশেম অটোরিক্সা চালকদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টির সুরাহা করেন।

ঈশ্বরদী বাজার এলাকার অটোরিক্সা লাইনম্যান শামীম জানান, ‘বাজার এলাকায় অটোরিক্সা এলোমেলো ভাবে রাখার কারণে সব সময় শহরে জ্যাম লেগেই থাকে। তাই টিআই নজরুল কয়েক দিন ধরেই আমাদেরকে বলছেন কিন্তু চালকরা সেটা না মানায় আজ সকাল থেকে বাজার এলাকায় (ফকিরের বটতলা থেকে চাঁদআলী মোড় পর্যন্ত) সকল প্রকার অটোরিক্সা প্রবেশ নিষিদ্ধ করেন। এর পর আমরা অটো নিয়ে বাজারে প্রবেশের অনুমতির দাবিতে পৌরসভায় যাই। পরে প্যানেল মেয়র আমাদের সমস্যার সমাধান করে দিয়েছেন।’

ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র আবুল হাশেম জানান, বাজার এলাকায় যানজট নিরসনের বিষয়টি নিয়ে চালকদের সাথে কথা বলে সমস্যা সমাধান করেছি। তারা যদি বাজার এলাকায় নিয়ম ভঙ্গ করে আবারও বিশৃঙ্খলা করে তাহলে সে দায় তাদেরকেই নিতে হবে।