ইসরায়েলের ড্রোন হামলা, নিহত অন্তত ৯

ফিলিস্তিন অধুষ্যিত পশ্চিম তীরে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৭ জন। তাঁদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় অভিবাসী ও কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক প্রতিবেদনে বার্তা সংস্থাটি জানায়, পশ্চিম তীরের উত্তরাংশে জেনিনের একটি শরণার্থী শিবিরে রোববার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত ১০বার ড্রোন থেকে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলা ও হতাহতের খবরটি নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ও। হামলায় সেখানকার কয়েকটি ভবন ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোন হামলার পাশাপাশি শিবিরটি চারপাশ থেকে ঘিরে রেখেছিলো ইসরায়েলি সামরিক যান। সেই সাথে পশ্চিম তীরের রামাল্লার উত্তরাংশের প্রবেশমুখে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ হাসনাইন নামে ২১ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণ।

বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে মানুষজনকে হত্যা করার এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সকালে এক বিবৃতিতে এই ঘটনাকে ‘নিষ্ঠুর আগ্রাসন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ জন্য ইসরায়েল সরকারকে দায়ী করেছে ফিলিস্তিন। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা জেনিন এলাকায় সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালিয়েছে।

জনবহুল এই এলাকায় ৫০০ বর্গমিটারের চেয়েও কম জায়গায় ১৪ হাজার মানুষের বসবাস। এ শহরে একটি বড় শরণার্থী শিবির রয়েছে। এ শিবিরকে ঘিরে একাধিক স্বাধীনতাকামী সংগঠনের সমন্বয়ে গঠিত ‘জেনিন ব্রিগেডস’ ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।