ইবি ফটোগ্রাফি সোসাইটির নতুন কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে আল ফিকহ এন্ড লিগাল স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নাসির উদ্দীন আবির সভাপতি এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের হৃদয় তালুকদার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩১ মে) সংগঠনটির উপদেষ্টা আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কে.এম. শারফ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি পদে আহমেদ জুবায়ের। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হাসান মোয়াজ, তন্ময় হাফিজ, মইনুল ইসলাম, মো. সালাউদ্দিন। সাংগঠনিক সম্পাদক পদে সিরাজ উজ জামাল গালিব, ফাহিম ফয়সাল, দপ্তর সম্পাদক পদে নাঈম ইসলাম, মতিউর রহমান ও শরিফুল ইসলাম মজুমদার, কোষাধাক্ষ পদে এস.কে. শামীম রেজা ও মোহাম্মদ রেদওয়ান খান, আই টি সম্পাদক পদে হাসিন ইনতাশাফ আর্পো, পরিকল্পনা ও প্রদর্শনী সম্পাদক পদে ইমন হোসাইন ও শাওয়ানা শামীম, প্রকাশনা সম্পাদক পদে মোতালেব বিশ্বাস লিখন ও বনি আমিন, মানব সম্পদ পদে শাহরিয়ার নাফিস রনি, বিজ্ঞাপন সম্পাদক পদে ফারহানা ইবাদ ও মাহবুবুর রহমান, চিত্রনাট্য লেখক অতিথিসেবক সম্পাদক পদে লামিয়া হোসাইন নির্বাচিত হয়েছেন।