ইবিতে ১০ মার্চ অনুষ্ঠিত হচ্ছে ইংরেজি বিভাগের পুনর্মিলনী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ। এতে বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান মিলিয়ে সহস্রধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

বিভাগ সূত্রে জানা গেছে, ইংরেজি বিভাগের সাবেক ও বর্তমানসহ ২৫টি ব্যাচে শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বারের মতো পুনর্মিলনী উৎসবের আয়োজন করা হয়েছে। এরমধ্যে সাবেক-বর্তমান শিক্ষার্থী ও অতিথিসহ প্রায় সহস্রাধিক জন ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

পুনর্মিলনী উৎসবের মূলপর্ব আগামী ১০ মার্চ সকালে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং অতিথিদের অংশগ্রহণে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। শেষ পর্বে থাকবে সাংস্কৃতিক ও স্মৃতিচারণ অনুষ্ঠান।

এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হারুন-উর-রশীদ আসকারী, ইংরেজি বিভাগের সর্বজ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. শাহিনুর রহমানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থাকবেন।

ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান বলেন, ২০১৮ সালে এজিএমে ৩১ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু করোনার কারণে পুনর্মিলনী করা যায়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আয়োজন করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা চাই আমাদের অ্যালামনাইরা এসে একত্রিত হোক। সকলের সমন্বয়ে একটি সুন্দর অনুষ্ঠান হোক। অ্যালমনাইদের সুযোগ সুবিধার জন্য যতটুকু সম্ভব করতে বর্তমান শিক্ষার্থীদেরকে ম্যাসেজ দিয়েছি।