ইবিতে নতুন প্রক্টর ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের  রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশ বলা হয়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন প্রক্টর পদে তার দ্বিতীয় মেয়াদের দায়িত্ব শেষ করেন ২৮ জানুয়ারি। তার জায়গায় বর্তমানে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদকে ২৯ জানুয়ারি থেকে পরবর্তী এক বছরের জন্য উপাচার্য প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। এ পদে দায়িত্ব পালনের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘উপাচার্য আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এ দায়িত্ব সুষ্ঠুভাবে এবং নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব।’