ইউজিসি’র অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল প্রত্যাখান

বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের জন্য অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল প্রত্যাখান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ ধরনের নীতিমালা প্রতিপালনের নির্দেশকে মানহানিকর এবং ষড়যন্ত্রমূলক পদক্ষেপ হিসেবে মনে করেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

বুধবার (২১ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানায় শিক্ষক সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত সাত জুন ইউজিসি থেকে পাঠানো পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের জন্য ‘অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল’ প্রতিপালনের নির্দেশকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রত্যাখান করছে। এ ধরনের নীতিমালা প্রতিপালনের নির্দেশকে জবি শিক্ষক সমিতি মানহানিকর এবং ষড়যন্ত্রমূলক পদক্ষেপ হিসেবে মনে করে। ইউজিসি প্রেরিত নীতিমালা দেশের বর্তমান আর্থসামাজিক অবস্থাকে ধারণ করতে পারে নাই।” 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের বর্তমান বাজার-ব্যবস্থা ও দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের সাথে এই নীতিমালা সাংঘর্ষিক। এই অভিন্ন নীতিমালা সরকারের উন্নয়ন ও অদম্য অগ্রযাত্রাকে অস্বীকার করছে এবং তা বাস্তবায়নের নির্দেশ দেশের উচ্চশিক্ষা প্রদানকারী বিশ্ববিদ্যালয়সমূহে অস্থিরতা তৈরি করবে বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে।’