ইউক্রেনে ৫০ শতাংশ ভূখণ্ড পুনরুদ্ধার দাবি যুক্তরাষ্ট্রের

রুশ বাহিনীর কাছ থেকে ইউক্রেন ৫০ শতাংশ ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সাক্ষাৎকারে ব্লিঙ্কেন বলেন, রাশিয়া প্রাথমিকভাবে ইউক্রেনের যে ভূমি দখল করেছিল, তার অর্ধেক পুনরুদ্ধার করেছে কিয়েভ।

এসময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে যা দখল করা হয়েছিল, তার প্রায় ৫০ শতাংশ ইতিমধ্যে ফিরিয়ে নেওয়া হয়েছে।’ তবে এটি সহজ ছিলো না বলে মনে করেন ব্লিঙ্কেন। রাশিয়ার দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য কিয়েভকে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে বলে মন্তব্য করেন ব্লিঙ্কেন।

পাশাপাশি ইউক্রেনের পাল্টা আক্রমণ এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে এ অভিযানে প্রত্যাশামতো ফল পায়নি ইউক্রেন- এমনটাই মনে করছেন তিনি। দেশটির দক্ষিণ ও পূর্বে রুশ বাহিনীর দৃঢ় প্রতিরক্ষা অবস্থান ভাঙতে ইউক্রেনীয় সেনাদের বেশ বেগ পেতে হচ্ছে।

এর আগে গত মাসের শেষ দিকে রুশ বাহিনীর বিরুদ্ধে কিয়েভের অগ্রগতি প্রত্যাশার চেয়ে ধীর বলে মন্তব্য করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।