ইউক্রেনের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জনের মৃত্যু

ইউক্রেনের মধ্যাঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫ জন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, মঙ্গলবার ভোরে ক্রিভি রিহ শহরে এই হামলার ঘটনা ঘটে।

নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান সেরহি লিসাক টেলিগ্রাম বার্তায় বলেন, ‘ক্রিভি রিহ শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। রুশরা আবাসিক স্থাপনায় সারারাত সন্ত্রাসী হামলা চালিয়েছে। এটি নিষ্ঠুর।’ শহরের ওপর ৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

ক্রিভি রিহ শহরের মেয়র ওলেকসান্ডার ভিলকুল গণমাধ্যমকে বলেন, একটি ৫ তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। ধ্বংসস্তূপের ভেতর মানুষ আটকে থাকতে পারে। তিনি জানান, শহরের অন্যস্থানে পৃথক হামলায় একটি ভবন ও গাড়িতে আগুন ধরে যায়। এতে ৪ জন আহত হয়েছেন। শহরের পাশে নিকোপোল জেলায় সারারাত গোলাবর্ষণ করা হয়েছে বলেও জানান তিনি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় তিনি বলেন, ‘ক্রিভি রিহ শহরে উদ্ধার কাজ চলছে। সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। সন্ত্রাসীদের ক্ষমা করা হবে না। প্রতিটি ক্ষেপণাস্ত্র হামলার জন্য তাদের বিচারের কাঠগড়ায় আনা হবে।’