ইউক্রেনের ড্রোন হামলায় ধ্বংস রাশিয়ার যুদ্ধবিমান

রাশিয়ার একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় রাশিয়ার একটি সুপারসনিক বোম্বার ধ্বংস হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হামলার ছবি বিশ্লেষণ করে গতকাল সোমবার বিবিসি বলেছে, সেন্ট পিটার্সবার্গের দক্ষিণ সোলৎসি-২ বিমানঘাঁটিতে একটি তাপোলেভ টিইউ-২২ যুদ্ধবিমান পুড়তে দেখা গেছে। শব্দের চেয়ে দ্বিগুণ গতির এই যুদ্ধবিমান দূর থেকে হামলা চালানোর কাজে ব্যবহার করা হয়। মস্কো এই হামলার কথা নিশ্চিত করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

ইউক্রেনের শহরগুলোয় হামলা চালাতে এই টিইউ-২২ যুদ্ধবিমান ব্যাপকভাবে ব্যবহার করে আসছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নভোগোরোদ অঞ্চলের সামরিক বিমানঘাঁটিতে কপ্টার-আকারের ড্রোন’ দিয়ে এই হামলা চালানো হয়েছে। এতে একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে একটি টিইউ-২২ ধ্বংস হওয়ায় মস্কোর ৬০টি যুদ্ধবিমানের এই বহরে তেমন কোন প্রভাব পড়বে না বলে মনে করেন বিশ্লেষকরা। তবে এই হামলার মধ্য দিয়ে রাশিয়ার ভূখণ্ডের অনেক ভেতরে হামলা চালানোর ক্ষেত্রে ইউক্রেনের ক্রমবর্ধমান সক্ষমতার বিষয়টি নিশ্চিত হওয়া গেলো বলে মত যুদ্ধ বিশেষজ্ঞদের। ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৪০০ মাইল দূরে অবস্থিত সোলৎসি-২ বিমানঘাঁটিটি।