সংযুক্ত আরব আমিরাতে এনবিআর ইঞ্জিনিয়ার্স এণ্ড আর্কিটেক্টস এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আমিরাতের আল আইনের একটি রেস্টুরেন্টের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী আশরাফুল ইসলাম রাজু।
এতে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, সম্মানিত অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর চৌধুরী, সিআইপি এবং বিশেষ অতিথি ছিলেন সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মনিরুজ্জামান সরকার মোহন, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং নেতৃবৃন্দ।
প্রকৌশলী আব্দুর রাজ্জাক এবং বিকো রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন প্রকৌশলী সায়েদুর রহমান মুক্তা, শরিফুল ইসলাম ও মোহাম্মদ আলী। এরপর পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। ইফতারের আগে UAE ইউনিভার্সিটির প্রফেসর ড: সায়েম মজুমদারের পরিচালনায় দোয়া ও মোনাজাত করা হয়।
ইফতার শেষে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের আল-আইন শাখার সিনিয়র উপদেষ্টা প্রকৌশলী জনাব আব্দুল লতিফ। এরপর বক্তব্য রাখেন আফজাল হোসেন ভূঁইয়া, মোহাম্মদ মইনুল ইসলাম, মোহাম্মদ ইজাজ কলিম, রফিকুল ইসলাম তালুকদার, লিয়াকত আলী খান, হাবিবুর রহমান কবির, মনিরুজ্জামান মোহন, শহিদুল ইসলাম, মোহাম্মদ আমজাদ হোসেন, মমিনুল ইসলাম মানিক, আহমেদ ইখতিয়ার পাভেল, সঞ্জয় কুমার দে, মিল্টন বিশ্বাস এবং UAE ইউনিভার্সিটির প্রফেসর ডঃ মেহেদী মাসুদ প্রমুখ।
সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম রাজু পেশাগত উন্নতি সাধনে এনআরবি ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেকস কমিটির যেসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সে বিষয়ে আলোচনা করেন।
তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্যগুলো নির্ধারণ করা উচিত যেমন, প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, সম্মেলন এবং সেমিনার আয়োজন করা, IEB, SOE UAE-এর সদস্য হওয়ার ক্ষেত্রে প্রকৌশলীদের সহায়তা করা এবং অন্যান্য উদ্যোগের মধ্যে বিভিন্ন সরকারি সংস্থায় প্রকৌশলীদের নথিভুক্ত করা।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত প্রবাসী প্রকৌশলীদের দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবু জাফর চৌধুরী সমাপনী বক্তব্যে এই সংগঠনকে গতিশীল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপস্থিত সবাই নৈশভোজে অংশ নেন।