আরব আমিরাতে দু’টি স্কুলে এসএসসি পরীক্ষা শুরু

বাংলাদেশের সাথে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতের দু’টি স্কুলে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ স্কুল ও দুবাইয়ের রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রোববার (৩০ এপ্রিল) বাংলাদেশ স্থানীয় সময় সকাল আটটায় পরীক্ষা শুরু হয়। বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের তত্ত্বাবধানে এবার দুটি স্কুল থেকে মোট ৬৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৩ জন এবং বাণিজ্য বিভাগে ১৪ জন শিক্ষার্থী রয়েছে।

আবুধাবি শেখ খলীফা বিন জায়েদ বাংলাদেশ স্কুলের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে ছিলেন দূতাবাসের কাউন্সিলর (শ্রম) মিসেস লুৎফুন নাহার এবং রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন কনসুলেটের মিনিস্টার (শ্রম) ফাতেমা জাহান।

আবুধাবি শেখ খলীফা বিন জায়েদ বাংলাদেশ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস কিরণ আক্তার ও রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের অধ্যক্ষ হাবিবুল্লাহ পরীক্ষার্থীদের ভালো ফলাফল করার আশাবাদ ব্যক্ত করেছেন।