আমিরাতের দুই স্কুুলে এইচএসসি পরীক্ষা শুরু

এবছর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ স্কুল ও এন্ড কলেজ থেকে মোট ২৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে ২৫ জন নিয়মিত ও একজন অনিয়মিত শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর ১৫ জন ছাত্র ও ১১ ছাত্রী। এদের মধ্যে ১৬ জন বিজ্ঞান বিভাগের এবং ১০ জন ব্যবসায় শিক্ষা বিভাগের। তারা সবাই ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিচ্ছেন।

তাদের পরীক্ষা কেন্দ্রে নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মিসেস লুৎফর নাহার নাজিম এবং হল সুপারের দায়িত্বে পালন করেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস কিরণ আকতার।

এদিকে, দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের তত্বাবধানে রাস আল খাইমারে বাংলাদেশ স্কুল এন্ড কলেজে ১৯ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। এদের মধ্যে আটজন বিজ্ঞান বিভাগের এবং ১১ জন ব্যবসায় বিভাগের। এরমধ্যে ১২ জন ছাত্র ও সাতজন ছাত্রী। এরাও সবাই ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে দিলেন দুবাই কনস্যুলেটের দ্বিতীয় সচিব জনাব মানিক রঞ্জন এবং হল সুপারের দায়িত্বে ছিলেন স্কুল অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান।