আফগানদের ‘নো বল’ মেলা

মিরপুর টেস্টের প্রথম দিনটা ভাল কাটেনি আফগানিস্তানের। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেও প্রথম দুই সেশনে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশই। দিনের শুরুতে দ্বিতীয় ওভারে জাকির হাসানের উইকেট তুলে নিলেও দ্বিতীয় উইকেটের দেখা পেতে আফগানদের অপেক্ষা করতে হয়েছে দেড় সেশনেরও বেশি সময়, ওভারের হিসেবে সেটি দাড়ায় ৪৩ এ। বোলিং ও ফিল্ডিংয়ে নিজেদের ভুলের কারণে বাংলাদেশের রানের চাকায় লাগাম টানতে পারেনি সফরকারিরা। ৭৯ ওভার থেকে ৪.৫৮ গড়ে ৩৬২ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে টাইগাররা। মিরপুরে টেস্টের প্রথম দিনে এটিই এখন সর্বোচ্চ রানের রেকর্ড।

তবে এর মাঝে আলোচনার বিষয়বস্তু হয়েছে আফগানদের নো বল ও বাজে ফিল্ডিং। এদিন পেসার ও স্পিনাররা মিলে ১৫টি নো বল করেছেন। যার ১১টিই করেছেন দুই স্পিনার জহির খান ও আমির হামজা। এর মধ্যে ৮টিই এসেছে বাঁহাতি লেগ স্পিনার জহিরের। হামজা ও নিজাত মাসুদ ৩টি ও ১টি নো বল করেন ইয়ামিন আহমাদজাই।

এর খেসারত বেশ ভালভাবেই দিতে হয়েছে আফগানদের। তার সাথে বাজে ফিল্ডিংয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেনি সফরকারিরা। ব্যক্তিগত ৪৮ রানে পয়েন্টের কাছ দিয়ে বল পাঠিয়ে প্রান্ত বদল করে দুই রান নিয়ে অর্ধশতক পূর্ণ করেন মাহমুদুল হাসান জয়। সেখান থেকে বল দুটি ওভার থ্রোতে দৌড়ে আরো ৩ রান তুলে নেন জয়।

অতিরিক্ত রানের পাশাপাশি নো বলের খড়গে উইকেট বঞ্চিত থাকতে হয়েছে আফগানিস্তানকে। ব্যক্তিগত ১৪৩ রানে নিজাত মাসুদের একটি শর্ট বল নাজমুল হোসেন শান্তর ব্যাটে লেগে আঘাত হানে স্টাম্পে। বোলার উইকেটের আনন্দে উদযাপন শুরু করলেও বাঁধ সাধেন আম্পায়ার ক্রিস ব্রাউন। বল ছোড়ার আগে বোলিং লাইন পেড়িয়ে গিয়েছিলো নিজাতের পা।

এদিন অতিরিক্ত খাত থেকে বাংলাদেশ পেয়েছে মোট ৩১ রান। ১৫টি নো বলের সাথে ৭টি ওয়াইড দিয়েছেন আফগান বোলাররা। বাকি ৯ রান আসে বাই ও লেগ বাই থেকে।