গত মৌসুমে রবার্ট লেভানডফস্কি বার্সায় যোগ দিলে তার অভাব পূরণের জন্য লিভারপুল থেকে সাদিও মানেকে দলে ভেড়ায় বায়ার্ন মিউনিখ। তবে জার্মান ক্লাবটিতে সবশেষ মৌসুমটি প্রত্যাশিতভাবে কাটেনি মানের। বিশ্বকাপের আগ মুহুর্তে ইনজুরিতে পড়ে একটি দীর্ঘ সময় থাকতে হয়েছে মাঠের বাইরে। এরপর ফিরলেও নিজের চেনা ছন্দ ফিরে পাননি এই সেনেগালিজ তারকা। উল্টো সতীর্থ লিরয় সানের মুখে ঘুষি মেরে হয়েছেন বিতর্কিত। তাতে ক্লাবের সাথেও সম্পর্কের টানাপোঁড়ন সৃষ্টি হয়েছে। এমনকি গ্রীষ্মকালীন দলবদলেই তাকে ছেড়ে দেয়ার খবর আসছে জার্মান সংবাদমাধ্যমগুলোয়। ফলে ক্লাবে যে সাদিও মানের সময়টা ভাল কাটছে না সেটি বলাই যায়।
জার্মান সাময়িকী কিকারসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানায়, ২ কোটি ইউরো পেলেই সেনেগালিজ তারকাকে ছেড়ে দেবে বায়ার্ন। তাদের এই ঘোষণার পর মানেকে পেতে আগ্রহ দেখিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। ১৩ জুলাই মানের এজেন্ট বাকারি সিসে নাকি আল নাসর কর্তৃপক্ষের সঙ্গে দেখাও করেছেন। তবে জার্মান সংবাদমাধ্যমের এ ধরনের খবরে বেজায় চটেছেন মানে। বায়ার্নে নিজের ভবিষ্যৎ নিয়ে এত মাতামাতি করায় মানের মনে হচ্ছে, সাংবাদিকেরা প্রতিদিন তাঁকে মেরে ফেলছেন।
প্রাক্-মৌসুম প্রস্তুতি সামনে রেখে কাল বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় অনুশীলন করতে এসেছিলেন মানে। আসন্ন এই দলবদলের বিষয়ে মানের কাছে এক গণমাধ্যমকর্মী প্রশ্ন করলে তার উত্তরে এই মন্তব্য করেন মানে। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মিউনিখভিত্তিক পত্রিকা ‘আবেন্দজেইটুঙ্গ’-এর প্রধান ক্রীড়া প্রতিবেদক মাক্সিমিলান কচ। ভিডিওতে দেখা যায়, মন্তব্য করেই স্টেডিয়াম থেকে বেরিযে যান এই সেনেগালিজ তারকা।
তবে বায়ার্ন ছাড়ার ব্যাপারে মানে কিছু না বললেও দলবদলের বাজারে বিশ্বস্ত নাম ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, আগামী মৌসুমে একাদশে নিয়মিত জায়গা করে নিতে সেনেগালিজ তারকা লড়াই চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু ক্লাব তাঁকে রাখতে না চাওয়ায় তিনিও অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড।