বিএনপি নাশকতা করছে কি না খতিয়ে দেখা হচ্ছে: ওবায়দুল কাদের

আন্দোলনে ব্যর্থ হয়ে সাম্প্রতিক সময়ে বিএনপি নাশকতা করেছে কিনা খতিয়ে দেখছে সরকার। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকগণের সাথে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুট করে একটা বিবৃতি দিয়েছেন, তার বিবৃতির ভাষা হচ্ছে যে, এ ধরনের একের পর এক ঘটনা রহস্যজনক। আমরা তার সঙ্গে একমত। এ সময়ে দেশে এ ধরনের ঘটনা রহস্যজনক। এ রহস্যের ভেতরের ঘটনা কী সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। এটাতে আন্দোলনের ব্যর্থতা যাদের, তারা এখন আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার পথ খুঁজছে কিনা, নাশকতার পথে হাঁটছে কিনা সেটা আমাদের ক্ষতিয়ে দেখতে হবে এবং সেটা আমরা খতিয়ে দেখছি।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক দুঃখজনক, এসব রহস্যজনক ঘটনার পেছনে কোন ব্যক্তি, সংস্থা বা দলের সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে এগুলো নাশকতামূলক পরিকল্পনা থেকে ঘটনা হয়েছে কিনা তাও স্বরাষ্ট্রমন্ত্রী সিরিয়াসলি খতিয়ে দেখছেন।

ওবায়দুল কাদের বলেন, আজকে দেশের প্রধানমন্ত্রী যখন দেশের কাজে বাহিরে ঠিক সে সময় আমাদের দেশে কয়েকটি অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে। এটা নাশকতা কিনা, স্বাভাবিক দুর্ঘটনা অথবা নাশকতা এটা সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে কারো মাথা ব্যথার প্রয়োজন নেই।

কাদের আরও বলেন, সল্পোন্নত দেশগুলোর সম্মেলনে যোগদান এবং কাতার সরকারের সঙ্গে জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সমঝোতা নিয়ে আলোচনা, এক কথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফল সফর উল্লেখ করে, সম্মেলনে যোগদান উপলক্ষে শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়েছে আজকের সভা থেকে।