১০ বছর পর হ্যান্ডবলের রানারআপ শিরোপা পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেয়েরা। মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ফাইনালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে ১৮-৪ গোলে পরাজিত হয়েছে তারা।
রাবি’র কোচ নাজমুন নাহার লাভলী জানান, ২০১৯ সালে তার কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর এটাই মেয়েদের সর্বোচ্চ সাফল্য। এর আগে ২০১৯ সালে সেমিফাইনালে গিয়ে হেরে যায় তার দল। মঙ্গলবার সকালে সেমিফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
গত ৩ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয় আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মোট ৬টি বিশ্ববিদ্যালয় অংগগ্রহণ করে। ক গ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর খ গ্রুপে অংশ নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।