আনচেলত্তির অপেক্ষায় রিভালদো

কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের কোচের পদ থেকে সরে দাড়ান তিতে। এরপর থেকেই নতুন কোচের সন্ধানে নামে ব্রাজিল। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে কোচ হওয়ার প্রস্তাব দেয় সিবিএফ। তবে মাদ্রিদের ক্লাবটির সাথে চুক্তি থাকায় ব্রাজিলের সে প্রস্তাব ফিরিয়ে দেন আনচেলত্তি। কিন্তু হাল ছাড়তে রাজি নয় ব্রাজিল। আনচেলত্তির জন্য অপেক্ষার কথা জানিয়েছিলো লাতিন আমেরিকার পরাশক্তিরা। বিশ্বমঞ্চে শিরোপা খরা কাটাতে দেশিয় কোচের সংস্কৃতি ছেড়ে বিদেশী কোচ দিকে ঝোঁকে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তা নিয়ে দেশটির পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা করেন সাবেক ফুটবলাররা। সেসময় বিদেশী কোচ নিয়ে আপত্তি থাকলেও আনচেলত্তির জন্য অপেক্ষায় থাকার কথা বলেছেন ব্রাজিলে বিশ্বকাপজয়ী অধিনায়ক রিভালদো।

রিয়ালের সাথে চুক্তি শেষ হওয়ার পর সেলেসাওদের দ্বায়িত্ব নেয়ার বিষয়ে ব্রাজিলকে মৌখিক সম্মতি দিয়েছেন আনচেলত্তি। তবে সিবিএফকে মৌখিক সম্মতি দিলেও এখনই এই কোচকে নিয়ে কোনো প্রকার ঘোষণা দিতে পারবে না ব্রাজিল। নেইমার-ভিনিসিয়ুসদের কোচ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য ২০২৪ সালের ১ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে ব্রাজিলকে।

মুন্দে দেপোর্তিভোকে দেয়া সাক্ষাৎকারে রিভালদো বলেছেন, ‘ব্যাপারটা ঐতিহাসিকই হতে যাচ্ছে। ব্রাজিল দলে প্রথমবারের মতো বিদেশি কোচ। যদিও আমি এটির সঙ্গে একমত নই। তবে আমি সত্যিই চাই, আনচেলত্তির অধীনে ২০২৬ বিশ্বকাপটা আমরা জিতব। রিভালদো বলেন, ‘আনচেলত্তি দারুণ একজন কোচ। তার অধীনে যেকোনো দলই ভালো করতে পারে। সারা দুনিয়াতেই খুবই সম্মানিত কোচ। এ ব্যাপারটিই ব্রাজিলের ভক্ত ও সংবাদমাধ্যমকে প্রভাবিত করেছে।’

গত ডিসেম্বরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশি কোচ নিয়োগ নিয়ে নিজের অসম্মতি প্রকাশ করেছিলেন রিভালদো। আমাদের দলের জন্য বিদেশি কোচ নিয়ে আসা ব্রাজিলিয়ান কোচদের জন্য অসম্মানজনক।’ সেসময় ব্রাজিলেই যথেষ্ট ভালো কোচ আছেন বলেও মন্তব্য করেছিলেন রিভালদো।