আগামী নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্রের চাপ নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়কের চরিত্র ও বৈশিষ্ট্য হারানো এমন পক্ষপাতদুষ্ট তত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না। রোববার দুপুরে সেতুভবনে সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


তিনি আরও বলেন, এক এগারোর সময় চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পর অনেক হয়রানি ও চ্যালেঞ্জ মোকাবিলা করে আজকের দিনে দেশে ফিরে আসেন শেখ হাসিনা। অস্বাভাবিক তত্বাবধায়ক সরকার তিন মাসের কথা বলে দুই বছর ছিল। নির্বাচনের আগেই তৎকালীন তত্বাবধায়ক সরকার আওয়ামী লীগকে নানা হয়রানি করে প্রমাণ করেছিল তারা একটি নিদিষ্ট দলকে সাপোর্ট করে।

ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি কোন চাপ নেই। ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য কোন বিদেশি বন্ধু রাষ্ট্র কোন চাপ দেয়নি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। বিএনপির কাছে নিরপেক্ষতা মানেই হলো বিএনপি’র পক্ষপাতিত্ব করা নির্বাচনে জয়ী হওয়ার নিশ্চয়তা দেয়া। নির্বাচনে জেতার গ্যারান্টি দিবে এমন তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি। যে তত্ত্বাবধায়ক সরকার ২০০১ ও ২০০৬ সালের মতো পক্ষপাতমূলক আচরণ করেছিল।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আজকের নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ। এই কমিশনের অধীনে নির্বাচন করতে বিএনপির সমস্যা কোথায়? নির্বাচন করার জন্য এই নির্বাচন কমিশনই যথেষ্ট। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক চেষ্টা তাদের মধ্যে আছে।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি আবারও এক এগারোর মতো তত্বাবধায়ক সরকার চায়, যেন তারা নির্বাচনে গ্যারান্টি সহকারে জিততে পারে। আইনের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে যায় সেই মৃত তত্ত্বাবধায়ক সরকারকে আবারও জীবিত করতে চায় বিএনপি। একমাত্র পাকিস্তান ছাড়া পৃথিবীতে কোন দেশেই তত্ত্বাবধায়ক নামের কোনো সরকার নেই। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবে বর্তমান আওয়ামী লীগ সরকার নির্বাচন করবে।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলমান প্রক্রিয়া, সরকার সেভাবেই নির্বাচন করবে। স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের স্বাধীনতা কখনও ছিল না, শেখ হাসিনাই এই প্রথম আইনের মাধ্যমে স্বাধীন নির্বাচন কমিশন সৃষ্টি করেছে। সময়ের বিবর্তনে আরও তা ত্রুটিমুক্ত হবে।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বিদেশীদের কোন চাপ আছে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের প্রসঙ্গে বলেন, বিভিন্ন সময়ে বিদেশি কূটনীতিকদের সাথে বিভিন্ন বিষয়ে বৈঠক করেছে আওয়ামী লীগ তবে এ বিষয়ে কোনো প্রকার চাপ দেখিনি তো, তবে নিরপেক্ষ নির্বাচনের পরামর্শ ছিল। তত্ত্বাবধায়ক সরকার করার প্রসঙ্গে বিদেশি কোনো চাপ নেই।

তত্ত্ববধায়ক সরকার প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া বলেছিলেন পাগল ছাড়া নিরপেক্ষ কেউ নেই, তাহলে বিএনপির কাছে নিরপেক্ষতার সংজ্ঞা কী?
নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপির গণতান্ত্রিক অধিকার। বিএনপি নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করলে সকল প্রকার সিদ্ধান্ত সংবিধান অনুযায়ী হবে।

কাদের বিএনপিকে উদ্দেশে বলেন, রাতের আঁধারে ভোট যদি হয়ে থাকে তাহলে বিএনপি সে বিষয়ে মামলা করল না কেন?