আওয়ামী লীগ ক্ষমতার জন্য ষড়যন্ত্র করেনা: স্বরাষ্টমন্ত্রী

জনগণের ভোট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার আওয়ামী লীগ বিশ্বাস করেনা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরও বলেছেন, শেখ হাসিনার বিকল্প কেউ চিন্তাও করতে পারে না, এটাই হল শেখ হাসিনা, এটাই হল নেতৃত্ব।

বুধবার দুপুরে মাদারীপুরের শকুনী লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে ঠোঁটকাটা ও তালুকাট রোগীদের বিনামূল্যে অপারেশন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিগত সময় যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা নাকি ঢাকায় বড় বড় সভা করবেন। ঢাকায় নাকি ১৫-২০ লাখ লোক নিয়ে সভায় বসবেন। বসে পড়েন। রাস্তাঘাট যদি বন্ধ করেন, দখল করেন, তাহলে আমাদের বাহিনী যারা আছেন জনগণকে নিরাপত্তার দেওয়ার জন্য তারা জনগণের নিরাপত্তায় কাজ করবেন। তারা বসে থেকে নাকি সেখানেই সরকার গঠন করবেন।’

মাদারীপুর আওয়ামী লীগের দূর্গ উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, ‘আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় এনে আমাদের যে স্বপ্ন উন্নত বাংলাদেশ গড়ার সেদিকে এগিয়ে যাব। বাংলাদেশের মানুষ আলোকিত বাংলাদেশ দেখতে চায়।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, এমপি, টাঙ্গাইল ২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনি, ডা. মাহবুবর রহমান খান, ডা. মার্টিন কামাও।

আছমত আলী খান ফাউন্ডেশনের সভাপতি সৈয়দা রোকেয়া বেগমের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মো: মাসুদ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় অংশগ্রহণ, সদর থানায় বঙ্গবন্ধু ম্যুরাল, মুক্তিযুদ্ধ ও পুলিশ টেরাকাটা এবং টেকেরহাট স্থল কাম নদী ফায়ার স্টেশন উদ্বোধন করেন।

কেনিয়ার বেলা রাইসু ফাউন্ডেশন ও আছমত আলী খান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৫দিন ব্যাপী ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যে অপারেশন করা হবে। ইতোমধ্যে বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল মাদারীপুরে অবস্থান করেছেন। মাদারীপুর আছমত আলী খান সেন্ট্রাল হসপিটালে এই অপারেশন করা হবে।