ওয়ানডে বিশ্বকাপের সময় যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোর। চলতি বছর ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য সবার আগে দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া। সোমবার বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে অজিরা। এই দুই সিরিজ শেষে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল নিশ্চিত করবে তাসমান পারের দেশটি।
দলটিতে চমক হিসেবে এসেছে মার্নাস লাবুশেনের বাদ পড়ার ঘটনা। লেড় স্পিনার তানভীর স্যাঙ্ঘা ও অলরাউন্ডার অ্যারন হার্ডির অন্তভূক্তিও বেশ চমক জাগানিয়ে হয়ে এসেছে। তবে অ্যাশেজের শেষ টেস্টের শেষ দিন হাতের কবজিতে চোট পাওয়া শঙ্কা ছিলো অধিনায়ক প্যাট কামিন্সকে। তবে শেষ পর্যন্ত কামিন্সের উপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপে অজিদের নেতৃত্ব দেবেন তিনিই।
এদিকে, টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়কের দ্বায়িত্ব পেয়েছেন মিচেল মার্শ। এ মাসের শেষে দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন এ অলরাউন্ডার। এ সফরে নতুন চেহারার টি-টোয়েন্টি দল দেখবে অস্ট্রেলিয়া, গত নভেম্বরে দলটির সবশেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে এ সফরে আছেন মাত্র পাঁচজন। সেই সাথে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শুরুতে কামিন্সকে না পাওয়া গেলে সেখানেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে পারেন মার্শ। আগামী ২৮ সেপ্টেম্বর বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপের প্রাথমিক দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভির সাঙ্ঘা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।