ইংলিশ অলরাউন্ডার মঈন আলী সাদা বলের ক্রিকেটে দলের অপরিহার্য অংশ। সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিতে ২০২১ সালের সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী। তবে ইনজুরির কারণে ইংলিশদের মূল স্পিনার জ্যাক লিচ আসন্ন অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে যাওয়ায় অবসর ভেঙে মঈনকে সাদা পোশাকের ক্রিকেটে ফেরার অনুরোধ জানিয়েছিলো ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। দলের এমন বিপদের সময় সে অনুরোধে সাড়া দিয়ে দেড় বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন মঈন আলী।
জ্যাক লিচের চোটে এবার অ্যাশেজের আগে ইংল্যান্ড দলের ভারসাম্য কিছুটা নষ্ট হয়েছিল। তবে মঈন ফেরায় কিছুটা হলেও চিন্তা কমেছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টের। অ্যাশেজের প্রথম দুই টেস্টের জন্য ইংল্যান্ড দলে অন্তর্ভূক্ত করা হয়েছে। ক্রিকইনফো জানিয়েছে, অধিনায়ক বেন স্টোকস, কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও ব্যবস্থাপনা পরিচালক রবি কি-র সঙ্গে এ নিয়ে কথা বলেছেন মঈন। এরপর তার ফেরার বিষয়টি নিশ্চিত করেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।
মঈনের টেস্টে ফেরার বিষয়ে রব কি বলেন, ‘এ সপ্তাহের শুরুতে আমরা মঈনের সঙ্গে যোগাযোগ করি। কিছুদিন এ নিয়ে ভাবার পর মঈন এখন দলে যোগ দিয়ে টেস্ট খেলতে উন্মুখ হয়ে আছে। তার বিশাল অভিজ্ঞতা ও অলরাউন্ডিং সামর্থ্য অ্যাশেজে আমাদের কাজে লাগবে।’ ২০২১ সালের সেপ্টেম্বরে টেস্টে অবসর ঘোষণার পর আর প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেননি মঈন আলী।
১৬ জুন এজবাস্টনে অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। তার আগে বার্মিংহামে তিন দিন অনুশীলন করবে ইংল্যান্ড।