হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে শাহরিয়ার কবির

নিজস্ব সংবাদদাতা, ঢাকা

ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে

ঢাকার সিএমএম আদালত।এরআগে সোমবার রাত ১২টার দিকে রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ মঙ্গলবার পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানির পর এই রায় দেন। 

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে  

মঙ্গলবার সকালে আদালতে হাজির করে তেজগাও থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে ইমরান হোসেন নামের এক তরুণ হত্যার অভিযোগে ১ সেপ্টেম্বর তার মা কোহিনূর আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় শাহরিয়ার কবিরের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ইমরান হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেসহ আরো আসামী করা হয়েছে ওবায়দুল কাদের, জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুও তার মেয়ে তারিন হোসেন মঞ্জু, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনসহ ২৯৭ জনকে আসামি করা হয়।

আবার রাজধানীর কয়েকটি থানায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলার এজাহারে আসামির তালিকায় শাহরিয়ার কবিরের নাম রয়েছে।

এছাড়া মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শাহরিয়ার কবির ও আরও ২৩ জনের বিরুদ্ধে ২০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ তুলেন যুগ্ম মহাসচিব (শিক্ষা ও আইন) মুফতি হারুন ইজাহার চৌধুরী।

Reendex

Must see news