স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ারে খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা চলছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। মঙ্গলবার তার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড বসেছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো দেখার পর পরবর্তী করণীয় ঠিক করবে মেডিক্যাল বোর্ড।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

এর আগে সোমবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য রাতেই তাকে হাসপাতালে নেয়া হয়।

সর্বশেষ গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।