সুড়ঙ্গ দিয়ে বড় পর্দায় নিশোর রাজসিক আবির্ভাব

১৫ বছরের ক্যারিয়ারে ৪০টির বেশি দুর্দান্ত কাজ করেছেন। বলা যায় প্রায় অর্ধ যুগই মাতিয়ে রেখেছেন বাংলাদেশের ছোট পর্দাকে। নিজের অভিনয়শৈলী দিয়ে এরই মধ্যে মন জয় করেছেন নানা বয়সী দর্শকের হৃদয়। সঙ্গে সিরিজের কাজও করছেন সমান তালে। এবার অর্জনের মুকুটে জুড়ে নিচ্ছেন আরও এক মর্যাদার পালক। এবার বড় পর্দায় রঙিন সেলুলয়েডে হতে চলেছে তার রাজসিক আবির্ভাব। আফরান নিশো, মুক্তি পেতে চলেছে তার প্রথম ছবি।

বাংলাদেশের হাল আমলের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ছোট পর্দা এবং ওয়েব সিরিজ়ে এত দিন চুটিয়ে কাজ করেছেন তিনি। এবার নাম লেখালেন বড় পর্দার দুনিয়ায়। ইতোমধ্যেই নিশোর প্রথম ছবি ‘সুড়ঙ্গ’ নিয়ে শুরু হয়েছে নানা চর্চা। সিনেমাটিতে অভিনেত্রী নুসরত ফারিয়ার করা নাচ-এর টিজারও আলোচনার তুঙ্গে স্থান পেয়েছে। অনেকেই আবার তাকে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে তুলনা করাও শুরু করেছেন।

নিশোর প্রথম ছবি নিয়ে তার অনুরাগীদের উত্তেজনাও তুঙ্গে। শোনা যাচ্ছে, শুধু ওপার বাংলা নয়, এপার বাংলাতেও মুক্তি পাবে নায়কের প্রথম ছবি। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, একটি প্রথম সারির প্রযোজনা সংস্থা কলকাতায় এই ছবি প্রচারের দায়িত্ব নিয়েছে।

তবে ‘সুড়ঙ্গ’ ছবির পরিচালক রায়হান রাফী বলেন, ‘আমার কাজ সিনেমা নির্মাণ করা। সেটা আমি ভালোভাবে বানানোর চেষ্টা করেছি। এখন প্রযোজক কোথায় মুক্তি দেবেন, সেটা তার ব্যাপার। সুতরাং ভারতে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাবে কিনা, সেটা প্রযোজকই ভালো বলতে পারবেন।’

তিনি বলেন, ‘এখনো অফিসিয়াল কিছু হয়নি। হলে নিশ্চয়ই এসভিএফ থেকেও ঘোষণা দিত। তবে হ্যাঁ, এসভিএফ যেহেতু পোস্ট দিচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে।’

ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘ভারতে মুক্তির বিষয়ে আলাপ-প্রক্রিয়া চলছে। তা না হলে তো এসভিএফ থেকে ‘সুড়ঙ্গ’ নিয়ে পোস্ট দিত না। তবে আমাকে কিছু দিন সময় দিন। আগামী রোববার নাগাদ আমি চূড়ান্ত খবরটা দিতে পারব।’

এই ছবিতে একটি বিশেষ গানের দৃশ্যে দেখা যাবে নুসরাতকে। ফলে বড় পর্দায় সেই দৃশ্য এবং সেই আবহে স্বয়ং নিশো, এই “দুই” কে দেখার জন্য, বলা যায় অধীর আগ্রহেই রয়েছেন দর্শক।