লিগস কাপে নিজেদের জয়রথ অব্যাহত রেখেছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির যোগ দেয়ার পর থেকে দলটি যেন খোলনলচে পাল্টে গেছে। নিজেদের স্টেডিয়াম ডিআরভি পিএনকেতে শার্লটকে ৪-০ গোলে হারিয়ে লিগস কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। দলের বড় জয়ের দিনও গোল এসেছে লিও মেসির পা থেকে। এই নিয়ে মায়ামির জার্সিতে টানা পাঁচ ম্যাচে গোল করার কৃতিত্ব দেখালেন এই আর্জেন্টাইন তারকা।
এদিন আগের ম্যাচগুলোর তুলনায় প্রথমার্ধে মেসিকে কিছুটা আটকে রেখেছিলো শার্লট। তবে মাঝে মাঝেই মেসির ঝলকে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি হয়েছিলো। মেসি প্রথমার্ধ্বে গোল না পেলেও, ১২ মিনিটে জোসেফ মার্তিনেজ ও ৩২ মিনিটে রবার্ট টেলরের গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইন্টার মায়ামি।
বিরতির পর দুই দলই চেষ্টা করে গোল আদায়ের। শার্লট এ সময় কিছুটা খোলস ছেড়ে বেরিয়ে আসলেও সুবিধা করতে পারেনি। ইন্টার মায়ামির রক্ষণ বাঁধা ভাঙতে পারেনি দলটি। ম্যাচের ৭৮ মিনিটে আত্মঘাতী গোলে মায়ামি এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এরপর প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক পোঁতেন মেসি নিজেই। ৮৭ মিনিটে ডি বক্সের ভেতর বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন ইন্টার মায়ামি অধিনায়ক।
ইন্টার মায়ামিকে লিগস কাপের সেমিফাইনালে নেয়ার পথে মেসি নিজেও উজ্জ্বলতা ছড়িয়েছেন মাঠের খেলায়। আগের চার ম্যাচে ৭ গোল। পঞ্চম ম্যাচে এসেও প্রতিপক্ষের জাল খুঁজে নিয়েছেন। পলে মায়ামিতে ৫ ম্যাচ শেষে মেসির গোল ৮টি। এই সংখ্যা মৌসুম শেষে কত তে গিয়ে দাড়াবে, সেটিই দেখার অপেক্ষা।