বিগ ব্যাশ প্লেয়ার ড্রাফটে তিন বাংলাদেশি ক্রিকেটার

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) প্লেয়ার ড্রাফটের খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি তিন ক্রিকেটার তাইজুল ইসলাম, রিপন মণ্ডল এবং জাহানারা আলম।

২৯ দেশের ৩৭৬ জন পুরুষ এবং ১২২ জন নারী ক্রিকেটার স্থান পেয়েছেন এই ড্রাফটে। আগামী রোববার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে হবে মেয়েদের প্লেয়ার্স ড্রাফট। এরপর সন্ধ্যায় শুরু হবে পুরুষ ক্রিকেটারদের নিলাম।

আগামী ৭ ডিসেম্বর শুরু হবে এবারের বিগ ব্যাশ লিগ এবং চলবে আগামী বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত।

Reendex

Must see news