দাঁত ব্যাথায় কাজ পেছালেন বাইডেন

দাঁত ব্যথার কারণে ন্যাটোপ্রধানের সাথে বৈঠকসহ গুরুত্বপূর্ণ কিছু কাজ পিছিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিচের পাটির ভেতরের দিকে একটি দাঁতে প্রথম ব্যথা অনুভব করেন বাইডেন। সোমবার সেই দাঁতটিতে রুট ক্যানাল করা হয়েছে।

চিকিৎসার জন্য গতকালের সব কাজ পিছিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে ওই বৈঠকও বাতিল করে দেওয়া হয়। স্টলটেনবার্গের সঙ্গে বৈঠকটি আজ হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

গতকাল সাউথ লনে কলেজ অ্যাথলিট ডের অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা ছিল বাইডেনের। কিন্তু সে অনুষ্ঠানে তাঁর পরিবর্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর জানিয়েছেন, রুট ক্যানালের পর নতুন করে ব্যাথা অনুভব হওয়ায় বাইডেনকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করবেন জো বাইডেন। বিশেষজ্ঞদের ভাষ্য, বাইডেনের বয়স নিয়ে বহু ভোটারই চিন্তিত। তাঁর বয়স এখন ৮০ বছর। মাঝেমধ্যেই খারাপ হচ্ছে তাঁর শরীর। এ কারণে কিছু ভোটার তাঁর ভক্ত হয়েও বাইডেনকে ভোট না দিতে পারেন বলে বিশেষজ্ঞদের ধারণা।