মেহেদী হাসান মিরাজের বয়সটা মাত্র ২৫ হলেও অভিজ্ঞতার কমতি নেই এই অলরাউন্ডারের। মেহেদি হাসান মিরাজের কথাই বলছি। ২০১৬ সালে অভিষেক হওয়ার পর অফস্পিন দিয়ে নজর কেড়েছিলেন, সাম্প্রতিক সময়ে ব্যাট হতেও নিজেকে প্রমাণ করে চলেছেন এই অলরাউন্ডার।
সাকিব আল হাসানের পাশাপাশি ব্যাটে-বলে তার এই সমান পারদর্শীতা বাংলাদেশ দলে যে ভারসাম্য এনে দিচ্ছে। এছাড়াও একক নৈপুণ্যে একটি ম্যাচের চেহারা পাল্টে দেয়ার সক্ষমতা যে তার রয়েছে ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজ তার সবচেয়ে বড় উদাহরণ।
অন্যদিকে, শ্রীলঙ্কার আছে কুশাল মেন্ডিস। বিশ্বকাপ বাছাই ও এলপিএল শ্রীলঙ্কান টপ অর্ডার ব্যাটসম্যান কুশাল মেন্ডিসের জন্য খুব একটা ভাল না কাটলেও দুই বছর যাবৎ শ্রীলঙ্কার অন্যতম সেরা ব্যাটার তিনি। দলের বিপর্যয়ে যেমন হাল যেমন ধরতে পারেন ঠিক তেমনি দলের প্রয়োজনে প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হয়ে যে কোনও সময় বদলে দিতে পারেন ম্যাচের ভাগ্য। তাই চোখ রাখুন কুশাল মেন্ডিসের উপর, তিনিও হতে পারেন আজকের ম্যাচের কি ফ্যাক্টর।