গাজীপুরের টঙ্গীতে ঝড় তুফান একাদশের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার রাতে এরশাদনগরে ওয়ার্ড যুবলীগ নেতা মীর হোসেনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আমির হামজা। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী শেখ সোহেল, শফিকুল মিয়া, যুবলীগ নেতা মানিক মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয় দিবসের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এরশাদনগর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।