এমবাপ্পেকে ফ্রান্সে রাখার চেষ্টা করবেন ম্যাক্রোঁ

প্যারিস সেইন্ট জার্মেইনের সাথে চুক্তির মেয়াদ না বাড়ানোর ঘোষণা দিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এই ঘোষণার পর থেকে দলবদলের বাজারে নতুন আলোচনা শুরু হয়েছে। এমবাপ্পের এমন অবস্থান জানার পর ফ্রী এজেন্ট হওয়ার আগেই তাকে বেঁচে দিতে চায় পিএসজি। এমন পরিস্থিতি পিএসজির জন্য আশাবাদের কথা শোনালেন ফরাসি প্রেসিডেন্ট। এবারো এমবাপ্পেকে পিএসজিতে রাখার চেষ্টার করবেন বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

পিএসজি গত বছর মে মাসে এমবাপ্পের সঙ্গে দুই বছরের চুক্তি করেছিল। তবে অবিশ্বাস্য অঙ্কের অর্থ ও নানা চমকপ্রদ শর্ত দিয়ে নিজেদের সেরা তারকাকে ধরে রাখে প্যারিস সেইন্ট জার্মেইন। সেসময়ও এমবাপ্পেকে পিএসজিতে থাকতে ইমানুয়েল ম্যাক্রোঁ অনুরোধ করেছিলেন। এএফপির এক প্রতিবেদনে বলা হয়, বুধবার প্যারিসে ভাইভাটেক শোর সাইডলাইনে এমবাপ্পেকে নিয়ে ফরাসি প্রেসিডেন্টকে প্রশ্ন করেন এক পিএসজি সমর্থক। তার উত্তরে ম্যাক্রোঁ বলেন, ‘এ বিষয়ে বিশেষ কিছু জানা নেই। তবে আমি চেষ্টা করবো।’

পিএসজির সাথে সবশেষ চুক্তি নবায়নের আগে তার পিছু নিয়েছিলো রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে নিজেও যোগ দিতে চেয়েছিলেন প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদেই। কিন্তু শেষ মুহুর্তে সিদ্ধান্ত বদলে থেকে যান প্যারিসেই। এবারো রিয়ালকে জড়িয়ে নানা আলোচনা শোনা যাচ্ছে। রিয়ালের সাথে ১৪ বছরের সম্পর্ক শেষে ক্লাব ছেড়েছেন করিম বেনজেমা। ফলে আক্রমণভাগে তার অভাব পূরণে এমবাপ্পে হতে পারেন আদর্শ বিকল্প। তবে এরই মধ্যে স্প্যানিশ ক্লাবটি জানিয়ে দিয়েছে তেমনটি হতে হলে আগে পিএসজি বা এমবাপ্পের কাছ থেকেই প্রস্তাব আসতে হবে। পূর্বের তিক্ত অভিজ্ঞতার কারণেই এমন সিদ্ধান্ত স্প্যানিশ জায়ান্টদের।

Reendex

Must see news