ইসরায়েল-হামাস যুদ্ধের আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন

ইসরায়েল-হামাস যুদ্ধের শুরু থেকেই আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করা হচ্ছে। নির্বিচারে নারী ও শিশুসহ বেসামরিক মানুষ মারা যাচ্ছে। যেকোনও যুদ্ধেই আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করা অনেক বড় ঘটনা। মানবাধিকার আইন বিরোধিতা করার বিষয়টি আন্তর্জাতিক তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করা হোক। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) একথা বলেন জাতিসংঘ মানবাধিকার পরিষদের মহাসচিব ভলকার তুর্ক। এমন তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর শেষে জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সভায় একথা বলেন তিনি। এর আগে মধ্যপ্রাচ্য সফরে গিয়েও তিনি বলেন, ইসরায়েল হামাস দুই পক্ষই মরণঘাতী যুদ্ধে নেমেছে।

তুর্ক আরও বলেন, যুদ্ধের ভুলভ্রান্তি ও আইন লঙ্ঘন করা জাতীয় কমিটি তদন্ত করতে পারছে না। ইতোমধ্যে অনেক নিরীহ প্রাণের ক্ষতি হয়ে গেছে। এখন জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন। ইসরায়েল হামাস যে পক্ষই অপরাধ করে থাকুক তার বিরুদ্ধে কঠোর হতে হবে।

এসময় গাজার শোচনীয় অবস্থা উল্লেখ করে মানবাধিকার মহাসচিব বলেন, ফিলিস্তিনিরা ভয়ংকর বৈষম্যের স্বীকার হচ্ছে। পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর অত্যাচার অব্যাহত রয়েছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে নারী শিশুসহ ১১ হাজার ৫০০  ফিলিস্তিনি মারা গেছে বলে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

তুর্ক বলেন, ইসরায়েলের স্বাধীনতা অবিচ্ছেদ্যভাবে ফিলিস্তিনের স্বাধীনতার সঙ্গে জড়িত। একমাত্র ইসরায়েল ও ফিলিস্তিন নিজেরাই পারে একে অন্যের জন্য শান্তির বার্তা নিয়ে আসতে।