ইন্দিরা গান্ধী পিস অ্যাওয়ার্ড পাওয়ায় শওকত আকবরকে সংবর্ধনা

সার্ক কালচারাল ফোরাম পক্ষ থেকে ইন্দিরা গান্ধী পিস অ্যাওয়ার্ড পাওয়ায় নওগাঁ জেলা কল্যাণ সমিতি রাজশাহীর সভাপতি ও গ্রিন বাংলাদেশ এসোসিয়েশনর স্বত্বাধিকারী মো: শওকত আকবরকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার রাতে রাজশাহীর অলোকার মোড়ে নন্দন সাহিত্য একাডেমির উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দন সাহিত্য একাডেমির সভাপতি মোঃ সাইদুর রহমান, নওগাঁ জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ড. আব্দুল্লাহ আল ফিরোজ, গ্রিন বাংলাদেশ ডেভেলপার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ওয়াশিম রেজা, রোকনুজ্জামান, নওগাঁ জেলা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন ও আকরাম হোসেন, কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম, সহ সভাপতি সাইদুর রহমান, আব্দুল ওহাব, মোয়াজ্জেম হোসেন, অবসরপ্রাপ্ত জেলা জজ মেজবাহ উল হকসহ সংগঠনটির অন্য নেতৃবৃন্দ।

এর আগে ২২ ফেব্রুয়ারি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডাক্তার ত্রিগুনা সেন হলরুমে শওকত আকবরকে ইন্দিরা গান্ধী পিস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেয়া হয়েছে।