আফগানদের সামনে ৬৬২ রানের পাহাড়

মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে আফগানিস্তান দল যখন মাঠ ছাড়ে তখন তাদের সামনে ৬১৭ রানের পাহাড়সম দেয়াল। এই অবস্থায় শনিবার সকালে চতুর্থ দিনের খেলা শুরু করবে টেস্ট ক্রিকেটের নবীন দলটি। তিততে হলে তাদের করতে হবে ৬৬২ রান। আফগানদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ দুই উইকেটে ৪৫ রান। হাতে আছে পুরো দুটো দিন আর আট উইকেট। পরিস্থিতি আফগানদের জন্য মোটেও সুখকর নয়। বরং টাইগাররা এই টেস্ট নিয়ে আছে ফুরফুরে মেজাজে।

দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকে সাজঘরে ফেরত পাঠান শরিফুল ইসলাম। পরের ওভারেই তাসকিনের শিকার আবদুল মালিক। ইনিংসের ষষ্ঠ ওভারে তাসকিনের বল সরাসরি হেলমেটে আঘাত হানলে আহত হয়ে স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে হয় আফগান দলপতি হাসমতউল্লাহ শহীদিকে।

এরপর রহমত শাহ আর নাসির জামাল দিনের বাকি সময় কোনভাবে পার করেছেন। রহমত ১০ আর জামাল পাঁচ রানে অপরাজিত আছেন। আলো স্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই তৃতীয় দিনের খেলা শেষ হয়।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ৪২৫ রান করার পর ইনিংস ঘোষণা করেন অধিনায়ক লিটন দাস। ফলে দুই ইনিংস মিলিয়ে টাইগাররা লিড নিয়েছে ৬৬১ রানের। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। শান্ত ১২৪ করে ফিরলেও মুমিনুল শেষ পর্যন্ত ১২১ রানে অপরাজিত ছিলেন